Monday, January 29, 2018

পৃথক গোর্খাল্যান্ডই প্রধান দাবি, জানিয়ে দিল হরকা বাহাদুর নেতৃত্বাধীন জন আন্দোলন পার্টি (JAP)



গোর্খাল্যান্ডের দাবিই প্রধান বলে প্রতিষ্ঠা দিবসের সভায় জানিয়ে দিলেন জন আন্দোলন পার্টির নেতৃত্ব। শনিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের ওই সভায় দলের সভাপতি হরকা বাহাদুর ছেত্রী উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর বক্তব্যের রেকর্ড শোনানো হয়। তাতে তিনি জানান, ‘‘যতদিন জাপ থাকবে ততদিন গোর্খাল্যান্ডের দাবিও থাকবে। জাপের দাবিদাওয়ার মধ্যে প্রধান হল গোর্খাল্যান্ড।’’
কালিম্পঙে প্রতিষ্ঠাদিবস পালনের জন্য সভার অনুমতি পায়নি জাপ। বাঘা যতীন পার্ক শিলিগুড়ি পুরসভার অধীনে। এ দিন শিলিগুড়িতে সভা করতে পারার জন্য মেয়র অশোক ভট্টাচার্যকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জাপের সহসভাপতি অমর লামা এবং অন্যরা। অমর লামা বলেন, ‘‘দার্জিলিঙের রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই। কে সামলাবে, আর কোন পথে তা যাবে বোঝা যাচ্ছে না। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নয়। দার্জিলিং সমস্যার রাজনৈতিক সমাধান চাই।’’ সহ-সভাপতির দাবি, তাঁরা কোনও সরকারি ভবনের ক্ষতি করেন না। পুলিশকে আক্রমণ করেন না। অথচ তাঁদেরই সভা করতে দেওয়া হচ্ছে না। কেউ কেউ সরকারি অর্থে জনসভা করছেন বলেও তোপ দাগেন অমর। দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে দুদফায় দ্বিপাক্ষিক বৈঠকে জাপ অংশ নিয়েছে। কিন্তু তাদের অন্ধকারে রেখে ভিতরে ভিতরে কথা বলে জিটিএর নতুন বোর্ড গড়া হয়েছে বলে জাপের অভিযোগ। এর প্রতিবাদেই তারা দ্বিপাক্ষিক বৈঠকে যাচ্ছেন না বলে জানান অমর।
দুবার পাহাড় থেকে বিজেপির সাংসদ লোকসভায় গেলেও পাহাড়ের অসুবিধার সময় তারা আসছেন না কেন সেই প্রশ্ন তুলেছে জাপ। তাই পাহাড়ে বিজেপিকে আর সমর্থন না করার জন্য আহ্বান জানান অমর লামা। সভা থেকে পাহাড়ের চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দাবিও তুলেছে জাপ। অমর বলেন, ‘‘চা বাগান এবং সিঙ্কোনা চাষের শ্রমিকরা খাদ্য সুরক্ষা আইনবলে রেশন পাচ্ছেন না। তাঁদের সেই অধিকার দিতে হবে।’’
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ২৮ জানুয়ারি, ২০১৮।

No comments:

Post a Comment