Monday, January 29, 2018

অধিনায়ক জিতেন মুরমুর গোলে সন্তোষ ট্রফির ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে জয় বাংলা ফুটবল দলের।


৭২ তম সন্তোষ ট্রফির যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে বিহারের বেগুসরাইয়ে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল রঞ্জন চৌধুরীর বাংলা দল। শুরুতেই অধিনায়ক জিতেন মূর্মূর জোড়া গোলে বাজিমাত বাংলার। সোমবার প্রথমার্ধে সমানে সমানে লড়াই দিয়ে যায় ছত্তীসগঢ়। দ্বিতীয়ার্ধে খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় বাংলা। বাংলার কোচ রঞ্জন চৌধুরী ফোনে বলেন, ‘‘প্রথমার্ধে ওরা ভালই খেলেছে। কিন্তু গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আমরা খেলাটা ধরেনি। কিন্তু আমরা আরও গোল পেতে পারতাম।’’
জিতেন মূর্মূর দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে। কোচের দাবি আরও দুটো নিশ্চিত পেনাল্টি পায়নি বাংলা দল। সঙ্গে একাধিক ওপেন নেটও মিস করেছে বাংলার স্ট্রাইকাররা। যদিও কোচ রঞ্জন চৌধুরীর কাছে এই জয় অনেকটাই। কারণ, টিম কম্বিনেশন তৈরি করার সুযোগই পাননি তিনি। অনুশীলনের তেমনভাবে সুযোগ পায়নি দল। তার মধ্যেই দলকে মোটিভেট করে গিয়েছেন কোচ রঞ্জন চৌধুরী। বলছিলেন, ‘‘আমরা অনুশীলনের সুযোগ পাইনি। চিন্তা ছিল দলের কম্বিনেশন নিয়ে। যেটা তৈরি হয়নি তেমনভাবে। তবে, ছেলেদের বলেছিলাম আমাদের জিততেই হবে।’’
২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলা। ছত্তীসগঢ়কে আগে মেপে নিতে না পারলেও ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলার আগে তাদের গ্রুপের প্রথম ম্যাচ দেখার সুযোগ পাবে বাংলা। কোচ বলছিলেন, ‘‘এই ছত্তীসগঢ়ের সঙ্গে আমরা গতবারও খেলেছি। ওদের মধ্যে একটা নাছোড়বান্দা ব্যাপার আছে। গতবারও আমরা শেষ মুহূর্তে ওদের বিরুদ্ধে জিতেছিলাম।
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ২৯ জানুয়ারি, ২০১৮।

No comments:

Post a Comment