ভারতীয় সংবিধানে "আদিবাসী" শব্দ অন্তর্ভুক্ত না হয়ে "Schedule Tribe"
শব্দটি অন্তর্ভুক্ত হয়েছিল। এইভাবে আদিবাসীরা তাদের পরিচিতি
থেকে বঞ্চিত হয়েছে। ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সংযুক্ত
রাষ্ট্র সংঘ (United
Nations Organization -UNO) বিশ্বের সমস্ত দেশে
আদিবাসীদের অধিকার রক্ষায় ঘোষণা পত্র (United Nations Declaration on the Rights of
Indigenous Peoples) প্রকাশ করেছে। ভারত সরকারও এই ঘোষণা
পত্রে সাক্ষর করেছে। কিন্তু ভারতীয় সংবিধানে আদিবাসীদের উল্লেখ্য না থাকায় সংযুক্ত
রাষ্ট্র সংঘ (United
Nations Organization -UNO) র ঘোষণা পত্র United Nations
Declaration on the Rights of Indigenous Peoples অনুযায়ী ভারতের আদিবাসীরা তাদের হক, অধিকার থেকে
বঞ্চিত হচ্ছে।
No comments:
Post a Comment