শালবনীর ভাদুতলা হল্ট স্টেশন (জঙ্গলমহল স্টেশন) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল
রেল কর্তৃপক্ষ। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। মেদিনীপুর ও গোদাপিয়াশালের মধ্যে ভাদুতলা
হল্ট স্টেশনের দাবি ছিল দীর্ঘদিনের। ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শালবনীবাসীর দাবিকে মান্যতা দিয়ে এই হল্ট স্টেশনের সূচনা করেন। জানা গিয়েছে, সারাদিনে
মাত্র দু’টি ট্রেন দাঁড়াত সেখানে। এরপর বৃহস্পতিবার আচমকাই বিজ্ঞপ্তি দিয়ে এই হল্ট
স্টেশন বন্ধ করার কথা জানানো হয়। রেল কর্তৃপক্ষের যুক্তি, যাত্রী কম হওয়াতেই এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।
এদিকে, এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে শালবনীবাসী। এদিন তাঁরা এই ইস্যুতে
ভাদুতলা থেকে হল্ট পর্যন্ত মিছিল করেন। তারপর স্টেশনে বিক্ষোভ চলে। এলাকার বাসিন্দা
হরিহর মাহাত বলেন, এই হল্ট স্টেশনকে আরও ভালো করার চেষ্টাই করা হয়নি। এখন আচমকা তা
তুলে দেওয়া হল। এটা মানা যায় না। শালবনী বাসিন্দা মৌ পাল, দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান
শিক্ষক প্রসূন পড়্যা বলেন, আমরা চাইছিলাম আরও বেশি ট্রেন থামুক। কিন্তু তার উল্টোটা
হল। এটা কখনওই কাম্য নয়। অত্যন্ত হতাশাজনক খবর।
সৌজন্য – বর্তমান পত্রিকা, ২৬/০১/২০১৮।
No comments:
Post a Comment