Monday, January 29, 2018

দলিত নেতা ও ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদের মুক্তির দাবীতে সাক্ষর সংগ্রহ অভিযান।


৯ জুন, ২০১৭ তারিখ থেকে উত্তর প্রদেশ এর জেলে বন্দি আছেন যুব দলিত নেতা ও ভীম সেনার (Bhim Army) প্রধান চন্দ্রশেখর আজাদ। সম্প্রতি জানা যাচ্ছে যে উত্তর প্রদেশ এর যোগী সরকার এই তরুণ তুরকি দলিত যুব নেতা কে জেলে আটকে রাখতে জাতীয় সুরক্ষা আইনের বলে আগামী মে, ২০১৮ অবধি আটকে রাখতে চাইছে। এই তরুণ তুরকি দলিত যুব নেতার মুক্তির দাবীতে সকল গণতান্ত্রিক মানুষেরা এক হউন।

No comments:

Post a Comment