By Courtesy – Srijal Soren.
[ Article 244 (1) ]
অনুসুচি ক্ষেত্র আর অনুসুচি জনজাতি দের প্রশাসন আর নিয়ন্ত্রনের ব্যাপারে বিধান
ভাগ ক
সাধারন
1. ব্যাখ্যা. _ এই অনুসুচিতে, যদিনা প্রসঙ্গটি অন্যভাবে প্রয়োজন পড়ে, " রাজ্য
" পদের অন্তর্গত [ আসাম, [ মেঘালয়, ত্রিপুরা, আর মিজোরাম ]] রাজ্য ] নয়।
2. অনুসুচি ক্ষেত্রে কোনো রাজ্যের কার্যনির্বাহী শক্তি._ এই অনুসুচির বিধানের অন্তর্গত
থেকে, কোনো রাজ্যের কার্যনির্বাহী শক্তির বিস্তার উনার অনুসুচি ক্ষেত্রে আছে।
3. অনুসুচি ক্ষেত্রের প্রশাসন এর ব্যাপারে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের প্রতিবেদন.
_ এইরকম প্রত্যেক রাজ্যের রাজ্যপাল যাতে অনুসুচি ক্ষেত্র আছে, প্রতি বছর অথবা যখনই
রাষ্ট্রপতির প্রয়োজন পড়বে, ওই রাজ্যের অনুসুচি ক্ষেত্রের প্রশাসনের ব্যাপারে রাষ্ট্রপতিকে
প্রতিবেদন দেবে আর সংঘের কার্যনির্বাহীর শক্তির বিস্তার রাজ্যের উক্ত ক্ষেত্রের প্রশাসনের
ব্যাপারে নির্দেশ ও দিতে হবে।
ভাগ খ
অনুসুচি ক্ষেত্র আর অনুসুচি জনজাতির প্রশাসন আর নিয়ন্ত্রন
4. জনজাতি উপদেষ্টা পরিষদ._ (1) এমন প্রত্যেক রাজ্যে, যেখানে অনুসুচি ক্ষেত্র আছে
আর যদি রাষ্ট্রপতি নির্দেশ দেয়, কোন এমন রাজ্যেও যেখানে অনুসুচি জনজাতি আছে কিন্তু
অনুসুচি ক্ষেত্র নয়, এক জনজাতি উপদেষ্টা পরিষদ স্থাপিত করা হবে, যা 20 থেকে বেশি সদস্য
মিলে করা হবে যেখানে যথাসম্ভব নিকটতম 3/4 ওই বিধান সভায় অনুসুচি জনজাতির প্রতিনিধি
হবে।
কিন্ত যদি ওই রাজ্যের বিধান সভায় অনুসুচি জনজাতি প্রতিনিধির সংখ্যা জনজাতি উপদেষ্টা
পরিষদে এমন প্রতিনিধি দ্বারা ভরতি হওয়া স্থানের সংখ্যার থেকে কম হয়, তবে শেষ স্থান
ওই জনজাতির অন্য সদস্য দ্বারা ভরা হবে।
(2) জনজাতি উপদেষ্টা পরিষদের এই কর্তব্য হবে যে উক্ত পরিষদ ওই রাজ্যের অনুসুচি
জনজাতির কল্যানের আর উন্নতির ব্যাপারে এমন বিষয়ে পরামর্ষ দেবে যেটা উনার ( রাজ্যপাল)
দ্বারা নির্দিষ্ট করা হয়েছে।
(3) রাজ্যপাল _
(ক) পরিষদের সদস্যের সংখ্যা, ওর নিযুক্তি আর পরিষদের অধ্যাক্ষ্য তথা ওর অধিকারি
আর সেবকের নিযুক্তির রীতির;
(খ) ওর অধিবেষনের সঞ্চালন তথা সাধারণত ওর প্রক্রিয়ার; আর
(গ) অন্য সব আনুষাংগিক বিষয়ে যখন যেমন মনে হবে,
বিহিত করার জন্য নিয়ম বানাতে পারবে।
5. অনুসুচি ক্ষেত্রের প্রযোজ্য আইন. _ এই সংবিধানে কোন ব্যাখ্যা হওয়া সত্তেও [
রাজ্যপাল ] লোক সুচনা দ্বারা নির্দেশ দিতে পারবে যে সংসদের অথবা ওই রাজ্যের বিধান মন্ডলের
কোন বিশিষ্ট অধিনিয়ম ওই রাজ্যের অনুসুচি ক্ষেত্র অথবা ওর কোন ভাগে লাগু হবে না অথবা
ওই রাজ্যের অনুসুচি ক্ষেত্র অথবা ওর কোন ভাগকে ব্যতিক্রম আর সামান্য পরিবরতনের অধিনে
থেকেও লাগু হবে যা ওই সুচনাতে নির্দিষ্ট করা হয়েছে আর এই উপ প্যারার অধিনে দেওয়া কোন
নিরদেশ এই প্রকার দেওয়া যেতে পারে যে ওর অতীত সম্পর্কীয় প্রভাব আছে।
(2) [ রাজ্যপাল ] কোন রাজ্যে এইরকম ক্ষেত্রের শান্তির জন্য আর সুশাসনের জন্য নিয়ম
বানাতে পারবে যা সেইরকম অনুসুচি ক্ষেত্রে আছে নির্দিষ্ট এবং অগ্রবর্তী শক্তির অধিকাংশের
উপর কুসংস্কার ছাড়া এমন নিয়ম -
(ক) এই রকম এলাকায় অনুসুচি জনজাতি দ্বারা ভূমির হস্তান্তর নিষেধ অথবা সীমাবদ্ধ
করতে পারবে।
(খ) এইরকম এলাকায় অনুসুচি জনজাতির সদস্যদের ভূমির বন্টন নিয়ন্ত্রন করতে পারবে।
(গ) এমন ব্যক্তি দ্বারা যে, এমন ক্ষেত্রের অনুসুচি জনজাতির সদস্যদের অর্থ ঋন দেয়,
ঋনদাতা রুপে কারাবার করার নিয়ম করতে পারবে।
(3) এমন কোন নিয়ম বানাতে যেটা এই প্যারার উপ প্যারার (2) - এ নির্দিষ্ট আছে, রাজ্যপাল
সংসদের, অথবা ওই রাজ্যের বিধান মন্ডলের নিয়ম অথবা কোন বিদ্যমান আইন যেটা প্রশংগত ক্ষেত্রে
সেইসময় লাগু আছে, বাতিল অথবা সংশোধন করতে পারবে।
(4) এই প্যারার অধিনে সমস্ত নিয়ম রাষ্ট্রপতির সামনে শীঘ্রই প্রস্তুত করা হবে আর
যতক্ষন উনি ওর উপর অনুমতি দিচ্ছেন না ততক্ষন ওর কোন প্রভাব হবে না।
(5) এই প্যারার অধিন কোন নিয়ম ততক্ষন বানানো হবে না, যতক্ষন নিয়ম নিরমানকারি রাজ্যপাল
রাজ্যের জনজাতি উপদেষ্টা পরিষদ এর কাছে পরামর্শ করছে না।
6. অনুসুচি ক্ষেত্র._ (1) এই সংবিধানে " অনুসুচি ক্ষেত্র " ব্যাখ্যা
দ্বারা এমন ক্ষেত্রকে বোঝানো হয়েছে যেটাকে রাষ্ট্রপতি আদেশ দ্বারা অনুসুচি ক্ষেত্র
ঘোষিত করবে।
(2) রাষ্ট্রপতি যেকোনো সময় আদেশ দ্বারা -
(ক) নির্দেশ দিতে পারবে যে, কোন সম্পুরন অনুসুচি ক্ষেত্র অথবা ওর কোন নির্দিষ্ট
ভাগ অনুসুচি ক্ষেত্র অথবা এই রকম ক্ষেত্রের ভাগ স্থগিত রাখতে পারে।
3[ ( ক ক) রাজ্যের রাজ্যপালের সাথে আলোচনা করে রাজ্যের যেকোনো অনুসুচি ক্ষেত্রের
সীমা বর্ধিত করতে পারে।]
(খ) কোন অনুসুচি ক্ষেত্রে, কেবল সীমা পরিশোধন করেই পরিবরতন করতে পারবে।
(গ) কোন রাজ্যের সীমা পরিবরতনের পর অথবা সংঘে কোন নতুন রাজ্য প্রবেশের পর অথবা
নতুন রাজ্য স্থাপনের পর এমন কোন ক্ষেত্র যেটা প্রথম থেকেই কোন রাজ্যে সম্মিলিত নেই,
অনুসুচি ক্ষেত্র অথবা ওর ভাগ ঘোষনা করতে পারবে।
3[ ( ঘ) কোন রাজ্য অথবা রাজ্য সম্পর্কিত এই প্যারার অধীন যে আদেশ আছে, অথবা আদেশ
খণ্ডিত করতে পারবে আর সমপরকিত রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে ওই ক্ষেত্রটি, যেটা
অনুসুচি ক্ষেত্র হবে, পুনরাই নিশ্চিত করার জন্য নতুন আদেশ দিতে পারবে।]
আর এমন কোন আদেশে এমন আনুষঙ্গিক আর অনুবর্তী বিধান হতে পারবে যেটা রাষ্ট্রপতির
আবশ্যিক এবং উচিৎ মনে হবে, কিন্তু যেমনটা পূর্বকথিত হয়েছে ওটা বাদ দিয়ে এই প্যারার
উপ প্যারা (1) - এর অধীনে দেওয়া আদেশে কোন পশ্চাতবরতী আদেশ দ্বারা পরিবর্তন করা যাবে
না।
ভাগ ঘ
7. অনুসুচি এর সংশোধন. _ (1) সংসদ সময়ে সময়ে আইন দ্বারা, এই অনুসুচির বিধান থেকে
কোন কিছুর, পরিবর্তন, সংযোজন, অথবা বাতিল রুপে সংশোধন করতে পারবে আর যখন অনুসুচির এই
প্রকার সংশোধন করা হবে তখন এই সংবিধানে এই অনুসুচির প্রতি কোন নির্দেশ এর এই অর্থ ধরা
হবে যে ওটা এইরকম সংশোধিত এমন অনুসুচির প্রতি নির্দেশ।
(2) এমন কোন আইন, যেটা এই প্যারার উপ প্যারা (1) - তে উল্লেখিত আছে, এই সংবিধানের
ধারা 368 - এর প্রয়োজনের জন্য সংবিধানের সংশোধন ধরা হবে না।
No comments:
Post a Comment