সাহিত্যে বিশেষ অবদানের জন্য উড়িষ্যা সরকারের পক্ষ থেকে সন্মানিত হলেন শ্রীমতী
মালতি মুরমু (ময়ুরভঞ্জ)। সন্মান প্রদান করা হয় Academy of
Tribal Language & Literature, Government of Orissa র পক্ষ
থেকে। উড়িষ্যা রাজ্য স্তরীয় আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব, ২০১৮ অনুষ্ঠান
উপলক্ষ্যে শ্রীমতী মালতি মুরমুর হাতে এই সন্মান প্রদান করা হবে।
অভিনন্দন শ্রীমতী মালতি মুরমু মহাশয়া।
No comments:
Post a Comment