Friday, January 26, 2018

সাহিত্যে অবদানের জন্য উড়িষ্যা সরকার দ্বারা সন্মানিত শ্রীমতী মালতি মুরমু।



সাহিত্যে বিশেষ অবদানের জন্য উড়িষ্যা সরকারের পক্ষ থেকে সন্মানিত হলেন শ্রীমতী মালতি মুরমু (ময়ুরভঞ্জ)। সন্মান প্রদান করা হয় Academy of Tribal Language & Literature, Government of Orissa র পক্ষ থেকে। উড়িষ্যা রাজ্য স্তরীয় আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব, ২০১৮ অনুষ্ঠান উপলক্ষ্যে শ্রীমতী মালতি মুরমুর হাতে এই সন্মান প্রদান করা হবে।
অভিনন্দন শ্রীমতী মালতি মুরমু মহাশয়া।

No comments:

Post a Comment