গত ২০-২১ জানুয়ারি, ২০১৮ সাঁওতাল আদিবাসী ছাত্র সংগঠন All Santal Students
Association (ASSA) এর উদ্যোগে সংগঠনের পুরনো সদস্যদের নিয়ে প্রথম
পুনর্মিলন অনুষ্ঠান আয়োজিত হল। পশ্চিমবাংলার জঙ্গল মহল অঞ্চলের রাজধানী তথা অরন্য
শহর ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরনো সদস্যদের
পুনর্মিলন অনুষ্ঠানের সঙ্গে অনুষ্ঠিত হল বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের
নবাগত আদিবাসী ছাত্র ছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান।
উল্লেখ্য থাকে যে ১৯৯৭ সাল নাগাদ কলকাতা এক ছাত্রাবাসে All Santal Students Association (ASSA)-র প্রতিষ্ঠা হয়। প্রথম
সভাপতি ছিলেন দেবদুলাল মুরমু, সাধারণ সম্পাদক ছিলেন মঙ্গল সরেন। সেই সময় সাঁওতালি
ভাষাকে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্তি, অলচিকি লিপি কে সরকারি স্বীকৃতি,
সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠনের
দাবীতে জোরদার আন্দোলন চলছিল। আন্দোলনের পুরোভাগে ছিল Adibasi
Socio-Educational & Cultural Association (ASECA), সাঁওতালি
ভাষা মোর্চা প্রমুখ সংগঠন। আন্দোলনকে জোরদার করতেই ASECA অনুগামী
ছাত্ররা ASSA গঠন করেন। প্রথম পর্যায়ে ASECA-র পূর্ণ মদতে ASSA সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাঁরা শাখা
স্থাপন করে। কিন্তু কলকাতায় এক বিক্ষোভ সমাবেশকে সংগঠিত করা নিয়ে ASECA নেতৃত্বের সাথে ASSA ছাত্র নেতাদের বিশাল মতপার্থক্য
তৈরি হয়। ASECA নেতৃত্ব ASSA সংগঠনের
পাস থেকে সরে দাড়ায়। আসতে আসতে ASSA ছাত্র সংগঠনটি নিষ্ক্রিয়
হয়ে যায়।
বর্তমানে প্রাত্তন ASSA সদস্যরা অনেকেই জীবনে প্রতিষ্ঠিত।
প্রাত্তন ASSA সদস্যদের আর্থিক সহযোগিতায় ASSA আবার নতুন করে সংগঠিত হবার চেষ্টা করছে।
শুভেচ্ছা জানাই ASSA-র সকল সদস্য ও সংগঠকদের। কামনা করি
আদিবাসী ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানে ASSA পুনরায়
গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে।
No comments:
Post a Comment