Monday, January 29, 2018

জয় আদিবাসী যুবা শক্তি (Jai Adivasi Yuba Sakti - JAYS) এর মিশন ২০১৮।

জয় আদিবাসী যুবা শক্তি (Jai Adivasi Yuba Sakti - JAYS) এর মিশন ২০১৮ এর প্রধান ৬ টি দাবীগুলি -
১) "আদিবাসী" শব্দটিকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।,
২) ভারতীয় সংবিধানে পঞ্চম তপশীল (5th Schedule) ও ষষ্ঠ তপশীল (6th Schedule) এর কার্যকরী রুপায়ন করতে হবে।,
৩) বনাধিকার আইন (Forest Rights Act, 2006) এর কার্যকরী রুপায়ন করতে হবে।,
৪) ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস (9 August International Indigenous Peoples Day) উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে।,
৫) উচ্ছেদ হওয়া আনুমানিক ২ লক্ষ আদিবাসীদেরকে পুনর্বাসন দিতে হবে।,
৬) বিলুপ্তির পথে আদিম আদিবাসী জনগোষ্ঠীদের সংরক্ষণের ব্যাবস্থা করতে হবে।, ইত্যাদি।

No comments:

Post a Comment