Sunday, January 28, 2018

ভারতীয় সংবিধান নির্মাণে পাঁচজন আদিবাসী নেতা।

ভারতীয় সংবিধান নির্মাণে তৎকালীন আদিবাসী নেতারাও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। আদিবাসী মহাসভার তৎকালীন সভাপতি মারাং গমকে জয়পাল সিং মুন্ডা সহ পাঁচজন আদিবাসী নেতা ১৯৪৬ সালের ভারতীয় সংবিধান রচনা সভা তথা Constituent Assembly তে নির্বাচিত হয়ে নিজেদের বক্তব্য রেখেছিলেন। সন্মানিয় সেই পাঁচজন আদিবাসী নেতারা হলেন
১) মারাং গমকে জয়পাল সিং মুন্ডা (ঝাড়খণ্ড),
২) বোনিফেস লাকড়া (ঝাড়খণ্ড),
৩) রামপ্রকাশ পটাই (ছত্তিসগড়),
৪) মাংরু উকে (মধ্যপ্রদেশ) ও
৫) ধরণীধর বসুমাতারি (আসাম)।
বর্তমানে আদিবাসীরা যে সমস্ত সাংবিধানিক সুযোগ সুবিধা তথা শিক্ষা, সরকারি চাকরি ও নির্বাচনে সংরক্ষণের অধিকার, স্বশাসনের অধিকার তথা সংবিধানের ৫ম ও ৬ ষ্ঠ তপশীল, PESA আইন, ইত্যাদি যে সমস্ত অধিকার ভোগ করছেন তাতে এই সমস্ত আদিবাসী নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমস্ত আত্মসচেতন আদিবাসীদের এই সমস্ত আদিবাসী নেতাদের বিনম্র, শ্রদ্ধা, ভক্তি, ভালবাসা নিয়ে স্মরণ করা উচিত।

4 comments:

  1. West Bengal Adibasi News Bulletin jeno nonka ge jai jug Adibasi Hero ar se Birbanta ko ar unku hah kardhani ko idi kated e Khondron ma ar disom horhe chhapa sodor akoma! Adi sarhao taheina!

    ReplyDelete
  2. ᱟᱰᱤ ᱟᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱶ

    ReplyDelete