পুরুলিয়া জেলার সাতুরি সার্কেলের ৭টি সাঁওতালি মাধ্যম প্রাথমিক স্কুলের
সাঁওতালি ছাত্র ছাত্রীরা এখনো (১০.০১.২০১৮) আপ জুনিয়র হাই স্কুলে ভর্তি হতে পারল
না। ঐ সার্কেলে সাঁওতালি মাধ্যমের কোন আপ জুনিয়র হাই স্কুল নেই বলে অভিযোগ।
আদিবাসী সামাজিক সংগঠন "ভারত জাকাত মাঝি পারগানা মহল" দ্রুত সমস্যা
সমাধানের আবেদন জানিয়েছেন সাতুরি সার্কেলের SI এর কাছে।
No comments:
Post a Comment