Monday, January 29, 2018

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে শেষ ৯ বছরের হিসেব দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারি কর্মচারীদের শেষ ৯ বছরের মহার্ঘ ভাতার হিসেব চাইল হাইকোর্ট। মঙ্গলবার ফের মামলার শুনানি৷ বহুদিন ধরেই বকেয়া রাজ্য সরকারি কর্মচরীদের মহার্ঘ ভাতা৷ ডিএ আদায়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন৷ সেই ডিএ মামলার আইনি যুক্তি তৈরি করে দেয় হাইকোর্ট৷ এর আগে শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কাছে চারটি প্রশ্নের জবাব চেয়েছিল হাইকোর্ট৷
এদিনের শুনানিতে হাইকোর্ট রাজ্যের কাছে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব চেয়েছে৷ মঙ্গলবার রাজ্যকে আদালতে বিস্তারিতভাবে যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে তা হল,
- ৯বছরে কতবার ডিএ নির্দেশিকা জারি রাজ্যে?
- এর আগে কত শতাংশ হারে ডিএ দেওয়া হয়েছে?
-ডিএ ঘোষণা এবং প্রাপ্তির মধ্যে সময়ের ফারাক কত?
-কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য কত?
- শেষ ৯ বছরের ডিএ-এর হিসেব চেয়েছে হাইকোর্ট।
এর আগে গত ৭ সেপ্টেম্বর তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে এসে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ২০১৮ সালের পয়লা জানুয়ারিতে ১৫ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের৷ এরপর আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আর কোনও বকেয়া ডিএ নেই৷ এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী দাবি করেছিলেন, এখনও ডিএ-সহ আরও অনেক সুযোগ সুবিধা বকেয়া রয়েছে৷ সেই দাবির পরিপ্রেক্ষিতেই বকেয়া ডিএ মামলায় মূলত এই প্রশ্নগুলির উত্তর চায় আদালত৷
সৌজন্য – নিউজ ১৮ বাংলা, ২৯/০১/২০১৮।

No comments:

Post a Comment