Deputations of Adibasis on 13th September, 2017 at Kolkata.
কলকাতা শহরে Adibasi Socio-Educational & Cultural Association (ASECA)
এর ডাকে লক্ষাধিক আদিবাসীর
জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন, অবরুদ্ধ হল মহানগরী। Adibasi Socio-Educational & Cultural Association (ASECA)
–র দাবীগুলি হল
১) সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে প্রাথমিক
স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সুষ্ঠ ভাবে শিক্ষাক্রম প্রবর্তন,
২) সাঁওতালি ভাষার জন্য আলাদা শিক্ষা পর্ষদ গঠন (প্রাথমিক
ও মাধ্যমিক),
৩) “সারি ধরম” এর অনুগামী বাংলার সাঁওতাল জাতিকে “ধর্মীয়
সংখ্যালঘু জাতির” মর্যাদা প্রদান করতে হবে,
৪) রাজ্যের “সাঁওতালি ভাষায় শিক্ষা বিষয়ক” পৃথক
পূর্ণ সময়ের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজ্য মন্ত্রীসভায় নিয়োগ করতে হবে,
৫) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আদিবাসী মহিলাদের ওপর
যৌন নির্যাতনকারী দুষ্কৃতীদের এবং ঝাড়গ্রামের একলব্য আবাসিক বিদ্যালয়ের আদিবাসী ছাত্রীদের
ওপর যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ৬) রাজ্য তথা দেশের
বিভিন্ন প্রান্তে আদিবাসী ও দলিতদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা ও অন্যান্য
সাংবিধানিক অধিকার প্রদানের সহ বিভিন্ন দাবী।
No comments:
Post a Comment