আদিবাসী মানুষদের কাছে আমার আবেদন যে Schedule Tribe হিসেবে যত রকম সুযোগ সুবিধা সরকারি-বেসরকারি স্তরে আছে আপনারা তার
সুযোগ গ্রহণ করুন,
সম্পূর্ণ ভাবে তার ফায়দা নিন। কিন্তু তার
সাথে সাথে নিজের সমাজটাকে ভুলে যাবেন না। ইতিহাস বলে সংরক্ষণের সুযোগ সুবিধা
গ্রহণকারী শিক্ষিত আদিবাসী সম্প্রদায় তার সমাজের প্রতি যথাযথ প্রতিদান দেননি।
কথাটি কটা সতি-মিথ্যে সেটা নিজের বিবেককেই জিগেসা করুন।
আসুন আমরা যারা Schedule Tribe হিসেবে
সংরক্ষণের সুযোগ সুবিধা গ্রহণ করছি, তাঁরা
আদিবাসী সমাজ কে উন্নয়ন ও ঐক্যের পথে নিয়ে যেতে অঙ্গিকারবদ্ধা হই। আসুন গড়ে তোলা
যাক Adibasi
Development Fund। সংরক্ষণের দৌলতে আমরা যারা চাকরি পেয়েছি
বা রোজগার করছি,
আমরা আমাদের মাসিক রোজগারের মাত্র ১%
প্রতি মাসে এই Adibasi
Development Fund এ জমা করার অঙ্গিকারবদ্ধ হই। এই Adibasi Development Fund
এর টাকা চার ভাগে ভাগ করা হোক-
১) এক ভাগ দরিদ্র আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য করার জন্য,
২) দ্বিতীয় ভাগ আদিবাসী সমাজের মাঝি বাবা দের সাহায্য করার জন্য ও
আদিবাসীদের জাহের থান বা পুজো স্থল সংস্কার করার জন্য,
৩) তৃতীয় ভাগ আদিবাসী সমাজের নিজস্ব সংবাদ মাধ্যম প্রকাশ করার জন্য, এবং
৪) চতুর্থ ভাগ আদিবাসী সমাজের বিভিন্ন আন্দোলন ও মামলা-মকর্দমায়
সাহায্য করার জন্য।
কি বলছেন আদিবাসী ভাই ও বন্ধুরা? রাজি আছেন
কি? ইচ্ছে থাকলেই উপায় হয়, না থাকলে
হাজারটা বাহানা তৈরি হয়। দেখতে হ্যায় কিসমে কিতনা হ্যায় দম।
যোগাযোগ – প্রদীপ কুমার হাঁসদা (৭২৭৮৫৮৭০২৮)
No comments:
Post a Comment