Monday, September 18, 2017

মেদিনীপুর হাসপাতালে গুনিন রাজ।

পরীক্ষার ফল খারাপ হয়েছে বলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল দশম শ্রেণীর এক ছাত্রী। তাঁকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নাকি ছাত্রীটির ওপর মা মনসা ভর করেন। ছাত্রীটি তার মাকে বলে যে, মা মনসা ডেকেছেন, তাই সে মা মনসার কাছে যাচ্ছে। এটা শুনে ছাত্রীর পরিবার গুনিনকে হাসপাতালেই নিয়ে আসে, হাসপাতালের মধ্যে গুনিন তার ঝাড় ফুঁক শুরু করে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা কোন বাধা দেইনি, সমস্ত ঘটনা হাসপাতালের কর্মীরা তারিয়ে তারিয়ে দেখেছে।
সৌজন্য - সংবাদ প্রতিদিন, ১৯/০৯/২০১৭।

No comments:

Post a Comment