Monday, September 11, 2017

নয়াগ্রামে আদিবাসী কন্যা শিশুকে অপহরন, গ্রেফতার ১।



নয়াগ্রামের বাসিন্দা সভাপতি টুডু তার তিন বছরের কন্যসন্তান কে নিয়ে গ্রামের চার্চে গিয়েছিলেন। কিন্তু ওখান থেকে কন্যা সন্তানটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে খবর পান যে পাশের গ্রামের মলয় বেরা শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে গেছে। স্থানীয় থানায় অভিযোগ জানান সভাপতি টুডু। পুলিশ মলয় বেরার মোবাইল লোকেশন ট্রেস করে কলকাতা থেকে শিশুটিকে উদ্ধার করে ও মলয় বেরা কে গ্রেফতার করেছে। অভিযুক্ত মলয় বেরাকে স্থানীয় আদালতে হাজির করানো হলে বিচারক মলয় বেরাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সৌজন্য - সংবাদ প্রতিদিন, ১২/০৯/২০১৭। 

No comments:

Post a Comment