ঝাড়গ্রাম। বেলিয়াবেড়ায় দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ
তুলে অস্ত্র ধরার ডাক দিল বিজেপি৷ দোষীদের গ্রেফতার না করলে পুজোর পর জঙ্গলমহল অচল
করার হুমকি দিয়েছেন দলের তারকা নেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ শনিবার দলের সক্রিয়
কর্মী মাতাল দিগারের স্মরণে ঝাড়গ্রামের প্রতিবাদ সভা থেকে নানা হুমকি দিয়েছেন
বিজেপির অন্য নেতারাও৷ গত শনিবার বেলিয়াবেড়ার ভোল গ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষে
মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়েছিলেন মাতাল৷ পাঁচ দিন পর কলকাতার এসএসকেএমে মৃত্যু
হয় তাঁর৷ এ দিন প্রতিবাদ সভায় লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘মাতাল দিগারের খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের নেতা-কর্মীদের দেবীপক্ষের মধ্যেই
গ্রেফতার না করলে,
পুজোর পর থানা ঘেরাও, অবরোধ করে
ঝাড়গ্রাম অচল করে দেওয়া হবে৷’ পুলিশের উদ্দেশে তিনি
বলেন, ‘কত আর দোষীদের আড়াল করে রাখবেন৷ সবাই এ বার ঘর ছেড়ে বেরিয়ে আসবে৷ মানুষের
ক্ষোভ সামলাতে পারবেন তো ?
হাজার হাজার মানুষ তৃণমূলের লোকজনকে বাড়ি থেকে বাইরে বের
করে এনে মারবে৷ কত জনের নামে কেস দেবেন ?’ বিজেপির রাজ্য
নেতা সায়ন্তন বসুও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তৃণমূল যদি
অস্ত্র ধরতে পারে,
তাহলে আপনাদের নিস্ক্রিয়তার বিরুদ্ধে বিজেপি কর্মীরাও
অস্ত্র ধরতে পিছপা হবে না৷ পাশের ঝাড়খণ্ড থেকে ৩০ হাজার লোক ঢুকিয়ে দেব৷ কেউ বাঁচাতে
পারবেন না ?’
শুক্রবার রাতেও ঝাড়গ্রামে তৃণমূলের এক শ্রমিক নেতা হুমকি
দিয়েছিলেন বলে অভিযোগ৷ নাম না করে ওই তৃণমূল নেতাকে হুমকি দেন বিজেপির
দক্ষিণবঙ্গের পর্যবেক্ষক তুষার মুখোপাধ্যায়৷ দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি
সুশীলকুমার ঘোষ বলেন,
‘শুক্রবার মাতালের ছেলে রেঙ্গুন দিগার বেলিয়াবেড়া থানায়
তৃণমূলের ১১ জন নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন৷ থানা তার প্রাপ্তি স্বীকার করেনি৷’৷
সৌজন্য – এই সময়, ২৪/০৯/২০১৭।
No comments:
Post a Comment