ঝাড়গ্রাম: ২০ সেপ্টেম্বর বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা এই তিন রাজ্যে সড়ক অবরোধের ডাক
দিয়ে বৃহস্পতিবার বাইক র্যা লি করল আদিবাসী কুরমি সমাজ। এদিন ওই র্যা লিটি ঝাড়গ্রাম
ব্লকের বাঁধগোড়ার কারগিল মোড়ে শুরু হয়ে সরডিহায় শেষ হয়। তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম
হল, সমস্ত কুরমি জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষায় প্রাথমিক স্তর
থেকে পঠনপাঠনের ব্যবস্থা করতে হবে। আদিবাসী কুরমি সমাজের যুব নেতা দীপকুমার মাহাত বলেন,
কুরমি আন্দোলন আমাদের আত্ম পরিচিতির লড়াই। সেকারণে ২০ সেপ্টেম্বর আমরা তিন রাজ্যব্যাপী
সড়ক অবরোধের ডাক দিয়েছি।
সৌজন্য – বর্তমান পত্রিকা, দক্ষিণবঙ্গ পাতা, ০৮/০৯/২০১৭
No comments:
Post a Comment