Tuesday, September 19, 2017

মহুয়া ফুল ও ফল দিয়ে জ্যাম ও জেলি তৈরি করে তাক লাগালেন জঙ্গলমহলের ছাত্রীরা।

মহুয়া ফুল ও ফল দিয়ে জ্যাম ও জেলি তৈরি করে তাক লাগালেন জঙ্গলমহলের ছাত্রীরা। ২৫ তম ন্যাশেনাল চিলড্রেন সাইন্স কংগ্রেস এর পুরুলিয়া জেলা প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য স্তরে অংশ নেবেন সৌম্যশ্রী বন্দ্যোপাধ্যায়, অনুস্কা মান্ডি, অনেষা চক্রবর্তী, ববিতা মাহাত ও সুপ্রিতী মাহাত। আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৭ কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় দলের নেত্রি হিসেবে সৌম্যশ্রী বন্দ্যোপাধ্যায় তাদের দলের এই আবিস্কার তুলে ধরবেন। জঙ্গলমহলের ছাত্রীদের এই আবিস্কার জঙ্গলমহলের আর্থিক ও সামাজিক পরিস্থিতি আমুল বদলে দিতে পারে, প্রচুর লোকের কর্মসংস্থান হতে পারে। জঙ্গলমহলে মহুয়া গাছের অভাব নেই। সৌজন্য - সংবাদ প্রতিদিন, ২০/০৯/২০১৭।

No comments:

Post a Comment