Friday, September 22, 2017

ঝাড়গ্রামকে আন্তর্জাতিক করছে জয়দীপ ষড়ঙ্গীর লেখা।


ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার বাসিন্দা জয়দীপ ষড়ঙ্গীর ইংরেজিতে লেখা ৫৬ কবিতার সংকলন প্রকাশিত হবে অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয় থেকে। বছর চুয়াল্লিশের জয়দীপ বাবু কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। কর্ম জীবন শুরু করেছিলেন ঝাড়গ্রাম মহকুমার কাপগাড়ী সেবা ভারতী কলেজের ইংরেজি অধ্যাপক হিসেবে। দীর্ঘদিন ধরে জয়দীপ বাবু জঙ্গল মহলের গাছ, নদী, জঙ্গল, আদিবাসী, দলিত ও প্রান্তিক মানুষদের জীবন, সংস্কৃতি নিয়ে লেখালেখি করছেন। জয়দীপ বাবুর লেখা কবিতা, প্রবন্ধ, অনুবাদ লেখা নিয়ে প্রায় ৩০ টি বই প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় লেখা সাঁওতালী ও বাংলা কবিতা ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন জয়দীপ বাবু।

সৌজন্য – সুনীপা চক্রবর্তী, সংবাদ প্রতিদিন, ২৩/০৯/২০১৭।

No comments:

Post a Comment