রামপুর
: একটা জঙ্গল এলাকা৷ সেখানে ১৪ জন দুষ্কৃতী ঘিরে রয়েছে দুই তরুণীকে৷ তাঁদের
শ্লীলতাহানি করছে৷ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই৷ অভিযুক্ত একজনকে
গ্রেন্তার করেছে পুলিশ৷ এই ঘটনার কড়া সমালোচনা করে সমাজবাদী পার্টির নেতা আজম
খানের পরামর্শ, মেয়েদের ঘরে রাখুন কড়া পাহারায়৷ বিজেপি ক্ষমতায় আসার দু’মাসের
মধ্যেই উত্তরপ্রদেশে একের পর এক ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে৷
সাহারানপুরে ঠাকুর-দলিত সংঘর্ষের আগুন এখনও নেভেনি৷ তারই মধ্যে আর একটি ঘটনা
অস্বস্তিতে ফেলে দিল যোগী আদিত্যনাথের প্রশাসনকে৷ প্রশ্নের মুখে পড়ে গেল
মুখ্যমন্ত্রীর গড়া রোমিয়ো দমন বাহিনীর কার্যকারিতা৷ রামপুর জেলার শ্লীলতাহানির
ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেখ যাচ্ছে, দুই তরুণীকে ঘিরে ধরেছে
কয়েকজন যুবক, তাদের কয়েকজন নাবালক হতে পারে৷ একটি জঙ্গল এলাকার নির্জন স্থানে তারা
ঘিরে ধরে দু’জনকে৷ তাদের উদ্দেশে প্রথমে কটূক্তি করে, অশ্লীল ভাষায় কথা বলে৷ এক
দুষ্কৃতী তরুণীদের একজনকে কোলেও তুলে নেয়৷ বাকিরা হাসাহাসি করতে থাকে, কুরুচিকর
মন্তব্য করে৷ রামপুরের টান্ডা শহরের কাছে নির্জন স্থানে এই কাণ্ড ঘটিয়ে নিজেদের
বিপদ ডেকে এনেছে অভিযুক্তরা৷ তারা পুরো ঘটনার ভিডিয়ো তোলে, পরে সোশ্যাল মিডিয়ায়
আপলোড করে দেয়৷ গত ১৫ দিন ধরে মোবাইল ও কম্পিউটারে দেখা যাচ্ছে এই ভিডিয়ো৷ বিভিন্ন
টিভি চ্যানেলেও দেখা যায় এই ক্লিপিংস৷ তাতে তরুণীদের আর্তি শোনা যাচ্ছে, কিন্ত্ত
শত অনুরোধ সত্ত্বেও অভব্য আচরণ করে যেতে থাকে দুষ্কৃতীরা৷ ভিডিয়ো ‘ভাইরাল’ হওয়ার
পর পুলিশ সুপার বিপিন টাডা নিজে টান্ডায় এসেছেন৷ পুলিশ অভিযোগ দায়ের করে শাহনওয়াজ
নামে এক অভিযুক্তকে গ্রেন্তার করেছে৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷
বিজেপি
সরকারের উপর এই ঘটনার দায় চাপিয়েছে বিরোধী সমাজবাদী পার্টি৷ দলের নেতা আজম খানের
বক্তব্য, ‘শ্লীলতাহানি, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, ডাকাতি, খুন প্রতিদিনের ঘটনা
হয়ে দাঁড়িয়েছে৷ ভোটের আগেই আমরা বলেছিলাম, বিজেপি ক্ষমতায় এলে দুষ্কৃতীদের
স্বর্গরাজ্য হয়ে যাবে রাজ্য৷’ তবে এ ব্যাপারে অভিভাবকদের পরামর্শ দিতে গিয়ে
বিতর্কিত মন্তব্যই করে ফেলেছেন প্রবীণ নেতা৷ মেয়েদের কার্যত গৃহবন্দি রাখতে
বলেছেন৷ তাঁর মন্তব্য, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিচার করে, মেয়েদের নিরাপত্তা
ও মর্যাদার কথা ভেবে, মেয়েদের কড়া নজরদারিতে বাড়িতেই রাখুন৷’ সঙ্গে তরুণীদের
উদ্দেশে আজমের সাবধানবাণী, ‘এমন জায়গায় যাবেন না, যেখানে শ্লীলতাহানির সম্ভাবনা
রয়েছে!’ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের নিরাপত্তার কথা ভেবে
রোমিয়ো দমন বাহিনী গড়ে তুলেছিলেন৷ কিন্ত্ত, সেই উদ্যোগের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে
দিয়েছে রামপুরের ঘটনা৷ সাহারানপুরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে তোপের মুখে রয়েছেন
আদিত্যনাথ৷ শ্লীলতাহানি ভিডিয়ো আইন-শৃঙ্খলার বেহাল দশা ফের সামনে আনল৷
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=32080&boxid=15352583
No comments:
Post a Comment