Glimpse of Jharkhand Movement in 1992. ঝাড়খণ্ড আন্দোলনের এক চিত্র।
1992 সালের 21 এ মার্চ এর ছবি। পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবীতে ঝাড়খণ্ডীরা বিমান বন্দরকেও অবরুধ করে দিয়েছিল। লালুপ্রসাদ এর পুলিশ হাজার হাজার ঝাড়খণ্ডীকে গ্রেফতার করেছিল, লাঠি চার্জ করেছিল। এক জন ঝাড়খণ্ডী সেই দিন শহীদ হয়েছিলেন।
No comments:
Post a Comment