ঝাড়খণ্ড রাজ্যের দলমা পাহাড়ে বার্ষিক শিকার অনুষ্ঠানে যোগ দিতে দলমা পাহাড়ে জমায়েত হয়েছেন আদিবাসীরা। প্রতি বছর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম থেকে আদিবাসীরা এই শিকার অনুষ্ঠানে যোগ দিতে দল মা পাহাড়ের জঙ্গলে জমায়েত হন। আদিবাসীদের ভাষায় শিকার কে বলে 'সেন্দ্ররা '। বার্ষিক শিকার অনুষ্ঠান আদিবাসী সামাজিক জীবনের এক অবিছেদ্য অঙ্গ। এই শিকার অনুষ্ঠান স্থলেই আদিবাসীদের সর্বচ্চো দরবার মহল বা 'ল-বির মহল' অনুষ্ঠিত হয়। এই ল-বির মহল আদিবাসীদের কাছে সুপ্রিম কোর্ট এর সমান। বিভিন্ন সামাজিক সমস্যা, বিবাদ এর নিস্পত্তি ঘটে এই ল-বির মহলে। এই ল-বির মহলের সিদ্ধান্ত সমস্ত আদিবাসিকেই মানতে হয়। আদিবাসী অবিবাহিত যুবকদের জীবনের পাঠ দেওয়া হয় এই ল-বির মহলে।
No comments:
Post a Comment