Thursday, May 18, 2017

Two Dalit Professors terminated from Presidency University. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দুইজন দলিত অধ্যাপক বরখাস্ত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দুই জন দলিত অধ্যাপককে বরখাস্ত করল। দুই দলিত অধ্যাপক এর অভিযোগ জে তাঁরা জাতি বিদ্বেষের শিকার। অন্য দিকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষর অভিযোগ যে দুই অধ্যাপক ঠিক মতন পড়াতে পারছেন না।
আচ্ছা এই দুই দলিত অধ্যাপক কে তো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বাছাই করেই নিয়োগ করেছিলেন, তবে এখন কেন বলা হচ্ছে যে তাঁরা পড়াতে পারছেন না? তাহলে কি ধরে নিতে হবে যে নিয়োগ প্রক্রিয়াতে বড় সড় গাফিলতি ছিল? নাকি দুই দলিত অধ্যাপক যে জাতি বিদ্বেষের অভিযোগ তুলছেন সেটাই সত্যি?
https://www.newslaundry.com/2017/05/11/presidency-university-terminates-two-members-of-faculty-for-supposed-unsatisfactory-performance

No comments:

Post a Comment