Monday, May 29, 2017

Honour killing of a Dalit. সম্মানরক্ষায় খুন দলিতকে।

হায়দরাবাদ : প্রায় একমাস বাদে তেলেঙ্গানার নিখোঁজ যুবক আম্বোজি নরেশের (২৩) মৃত্যু রহস্যের কিনারা হল৷ ওই দলিত যুবক ‘অনার কিলিং’-এর শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ এই ঘটনায় জড়িত সন্দেহে নরেশের শ্বশুর তুম্মালা শ্রীনিবাস রেড্ডিকে গত দু’সন্তাহ ধরে জেরা করছিল পুলিশ৷ শেষ পর্যন্ত চাপের মুখে রেড্ডি দোষ স্বীকার করে জানিয়েছে, এন সতি রেড্ডি নামে এক আত্মীয়ের সাহায্যে জামাইকে খুন করেছে সে৷ শ্রীনিবাসের মেয়ে স্বাতী তুম্মালা (২০) বাপের বাড়ির অত্যাচারে আগেই আত্মঘাতী হয়েছেন৷ মেয়ের সঙ্গে অন্য জাতের ছেলের বিয়ে প্রথম থেকেই মেনে নিতে পারেনি শ্রীনিবাস৷ বাড়ির লোকের অমতে মার্চে পালিয়ে গিয়ে বিয়ে করেন স্বাতী ও নরেশ৷ হঠাত্ই সব মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মেয়ে-জামাইকে মুম্বই থেকে ডেকে পাঠিয়েছিল শ্রীনিবাস৷
সরল বিশ্বাসে তেলেঙ্গানায় বাপের বাড়িতে স্বামীকে নিয়ে আসে স্বাতী৷ কিন্ত্ত ১ মে থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় নরেশ৷ পুলিশ জানিয়েছে, তার পরদিনই খেতে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে মাথায় মেরে ওই যুবককে হত্যা করে শ্রীনিবাস৷ সেই সময় সতি রেড্ডি তার সঙ্গে ছিল৷ পরে নরেশের দেহ পুড়িয়ে কাছে একটি নদীতে ছাই ভাসিয়ে দেয় তারা৷ গত ১৬ মে আত্মহত্যা করেছেন স্বাতী৷ তিনি গর্ভবতী ছিলেন৷
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=32080&boxid=153549552

No comments:

Post a Comment