গত শনিবার ১৩/০৫/২০১৭ ঝাড়খণ্ড রাজভবন এ বিক্ষোভ প্রদর্শন করল ঝাড়খণ্ড আদিবাসী সংঘর্ষ মোর্চা। Santal Pargana Tenancy Act, 1949 ও Chotonagpur Tenancy Act, 1908 এ সংশোধন এর প্রতিবাদে এই বিক্ষোভ। ঝাড়খণ্ড রাজ্যে Santal Pargana Tenancy Act, 1949 ও Chotonagpur Tenancy Act, 1908 আইন অনুসারে অ-আদিবাসীরা আদিবাসীদের জমি কিনতে পারেনা। কিন্তু সম্প্রতি ঝাড়খণ্ডের BJP সরকার এই দুটি আইনকে সংশোধন করেছে যাতে আদিবাসীদের জমি সরকার, কোম্পানি কিনতে, অধিগ্রহণ বা লিজ নিতে পারবে। আদিবাসী সংগঠনগুলি থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই সংশোধন এর ফলে ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি বেহাত হয়ে আদিবাসিরা ভূমিহীন হয়ে পড়বে।
No comments:
Post a Comment