২২ শে মে ২০১৭ ঝাড়খণ্ড রাজ্যের রাজদোহা জঙ্গলে আদিবাসীরা তাদের পরম্পরাগত বার্ষিক শিকার অনুষ্ঠান পালন করল। এই উপলক্ষ্যে কয়েকশো আদিবাসী এইদিন জমায়েত হয়েছিলেন। আদিবাসীরা প্রথমে 'রাঙ্গা পাহাড় দেবতা' কে পুজো অর্চনা করে জঙ্গলে প্রবেশ করেন। প্রাণী হত্যা ঠেকাতে স্থানীয় বন কর্মীরা উপস্থিত ছিলেন। বন কর্মীরা প্রাণী হত্যা না করতে আদিবাসীদের কাছে আবেদন জানান।
No comments:
Post a Comment