Thursday, May 18, 2017

Domestic workers asks for Govt. financial assistance for medical treatment of their comrade. ক্যানসার আক্রান্ত সাথির জন্য সরকারি সাহায্য আবেদন করল পরিচারিকারা।

ক্যানসার আক্রান্ত সাথির চিকিৎসায় সরকারি সাহায্যর আবেদন জানিয়ে ঝাড়গ্রামের জেলা শাসকের নিকট দারস্থ হল সারা বাংলা পরিচারিকা সমিতির সদস্যরা। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার বাসিন্দা বছর চৌত্রিশের সন্তোষী দলুই গত চার মাস ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত। কলকাতার নীল রতন সরকার হাসপাতালে তাঁর কেমো চলছে। সন্তোষীর স্বামী দীর্ঘ ১৬ বছর ধরে নিখোঁজ। সন্তোষী ই পরিবারের একমাত্র রোজগেরে। কিন্তু ক্যানসার ধরা পড়ায় সন্তোষী আর কাজ করতে পারছে না। অথই জলে পড়েছে দরিদ্র পরিবারটি। সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে সকল শুভানদয়ী ব্যক্তির কাছে সাহায্যর আবেদন জানানো হচ্ছে।
সৌজন্য - সংবাদ প্রতিদিন, ১৯/০৫/২০১৭ 

No comments:

Post a Comment