Monday, May 22, 2017

Deputation against boycott of Dalit Adivasi families. দলিত ও আদিবাসী পরিবারগুলিকে বয়কটের বিরুদ্ধে ডেপুটেশন।

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ও শালবনীতে দলিত ও আদিবাসী পরিবারগুলির ওপর উচ্চবর্ণ মানুষদের বয়কট ও নির্যাতনের বিরুদ্ধে গত ২২/০৫/২০১৭ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকট বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন জমা দিল সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ ও সহযোগী সংগঠনগুলি।
সৌজন্য - সংবাদ প্রতিদিন, ২২/০৫/২০১৭

No comments:

Post a Comment