অন্য রাজ্যে সংরক্ষণের সুবিধে পাবেন না তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণীভুক্তরা,
জানাল সুপ্রিম কোর্ট।
এক রাজ্যের দলিত, আদিবাসী কিংবা অনগ্রসর শ্রেণিভুক্ত ব্যক্তি পড়াশুনো বা চাকরির
জন্য অন্য রাজ্যে গেলে সেখানে সংরক্ষণের সুবিধা পাবেন না৷ ব্যতিক্রম শুধু দিল্লি৷ গত
বৃহস্পতিবার ৩০ শে আগস্ট, ২০১৮ এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে,
জাতিভিত্তিক সংরক্ষণের সুবিধা শুধুমাত্র নিজের রাজ্যতেই পাওয়া যাবে। উদাহরণ হিসেবে
বিচারপতিরা বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশের কোনও তফশিলি জাতি-উপজাতি, দলিত বা আদিবাসী সম্প্রদায়ের
মানুষ যদি মহারাষ্ট্রে গিয়ে সংরক্ষণের দাবি জানান, তা হলে ওই রাজ্যের বাসিন্দাদের সংরক্ষণের
সুযোগ কমে যাবে।’তাই একটি রাজ্যের দলিত, আদিবাসী, অনগ্রসররা
শুধুমাত্র সেই রাজ্যেরই সংরক্ষণের সুবিধা পাবেন৷ আদালতের বক্তব্য, এমনটা না হলে অরাজকতা
দেখা দেবে৷ তবে পাঁচ বিচারপতির বেঞ্চে এই রায় নিয়ে সম্পূর্ণ মতৈক্য হয়নি৷ বিচারপতি
ভানুমতির মত ছিল, দিল্লিকে ব্যতিক্রম হিসেবে ধার্য করা ঠিক হয়নি।
বিচারপতি গগৈয়ের লেখা ১৬৩ পাতার রায়ে সবিস্তারে উল্লেখ করা হয়েছে, কেন তাঁরা এক
রাজ্যের মানুষকে অন্য রাজ্যের সংরক্ষণ থেকে দূরে রাখতে চাইছেন। রায়ে বলা হয়েছে, ‘সংবিধানের
৩৪১ ও ৩৪২ নম্বর ধারার ক্ষমতাবলে তৈরি তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের তালিকায় রদবদল
একমাত্র সংসদই করতে পারে। সংবিধানের ১৬(৪) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশানুসারে তফশিলি
জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের ক্ষেত্রটি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের ভৌগোলিক
গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷ কোনও রাজ্য যদি এই নিয়মকে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত
করতে চায়, তা হলে তাকে সংসদের অনুমতি নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। অন্যথায় অরাজকতা
তৈরি হবে।’
সৌজন্য – এই সময়, ৩১/০৮/২০১৮।
No comments:
Post a Comment