Friday, September 14, 2018

রাজ্য সরকারের উদ্যোগে ঝাড়গ্রামে আদিবাসী খাদ্য মেলা।


গত বৃহস্পতিবার ১৩ ই সেপ্টেম্বর ২০১৮ ঝাড়গ্রামে জেলাশাসকের অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে আদিবাসী খাদ্যমেলা। অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই খাদ্যমেলা তিনদিন ধরে চলবে। মেলা উপলক্ষে জেলাশাসকের সভাকক্ষে আদিবাসীদের সুষম খাবার এবং খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে একটি আলোচনা সভা হয়। এবিষয়ে আলোচনা করেন জেলাশাসক আয়েশা রানি, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, বিধায়ক সুকুমার হাঁসদা, অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) অমিতাভ দত্ত প্রমুখ। খাদ্যমেলায় আদিবাসীদের বিভিন্ন খাবারের প্রদর্শনী করা হয়েছে।
জেলাশাসক আয়েশা রানী বলেন, কম বয়সে অপুষ্টির জন্য মহিলাদের গর্ভাবস্থায় নানা রোগ দেখা দেয়। কী কী জিনিস খেলে আমাদের শরীর ভালো থাকবে, তা বিশেষ করে মহিলাদের জানতে হবে। আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলাদের এবিষয়ে বোঝানো হচ্ছে। আদিবাসী এলাকায় সচেতনতার অভাবে নানা রোগ হচ্ছে। জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় ও সেখানকার স্কুলগুলিতে সুষম খাবারের উপর জোর দেওয়া হচ্ছে। এমনকী, হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে এধরনের কর্মসূচি হবে।
সৌজন্য - বর্তমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮।

No comments:

Post a Comment