অনেক দিন পর পুজোয় একটি সিঙ্গল নিয়ে ফিরে আসছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী মিস
জোজো। সম্প্রতি শেষ করলেন গানটির রেকর্ডিং। গানের নাম ‘মরেছি ভালন্ত বাসিয়া’। জোজোর কথায়,
‘‘গানটা কিন্তু পুরোটা বাংলা ভাষায় নয়। এটা একটা মডার্ন ফোক
সং। মানুষ যেহেতু এখন একটু মাটির গানের দিকে ঝুঁকেছেন, সেই কারণেই এই গানটা করলাম আমরা। তার সঙ্গে মানুষ আমার কাছ থেকে একটু চটকদারি
গান পছন্দ করেন,
তাই সেই এসেন্সও রয়েছে এই গানে।’’ জানালেন,
এই গানের সঙ্গে আদিবাসী শিল্পীদের নিয়ে একটি ভিডিয়ো করার
ইচ্ছেও রয়েছে তাঁদের। গানটি লিখেছেন দীপঙ্কর ঘোষ। গানের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ব্যবহার
করা হয়েছে ধামসা মাদল,
ম্যান্ডোলিন ও বাঁশি। পুজোর আগেই ইউটিউবে মুক্তি পাবে জোজোর
এই গান।
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ৮ সেপ্টেম্বর, ২০১৮।
No comments:
Post a Comment