সংবাদমাধ্যমে ‘দলিত’ শব্দটি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করল কেন্দ্রের
তথ্য-সম্প্রচার মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সাংবিধানিক পরিভাষা অনুযায়ী, “তফসিলি
জাতি”-ই বলতে হবে। এর আগে নরেন্দ্র মোদী সরকারের সামাজিক ন্যায় মন্ত্রক রাজ্যগুলির
জন্য নির্দেশ দিয়েছিল যে, সরকারি চিঠিপত্রে “তফসিলি জাতি” শব্দটিই ব্যবহার করতে হবে।
তবে কেন্দ্রীয় সরকারের এই নীতি নিয়ে আপত্তি জানিয়ে বিজেপির তফসিলি জাতি সাংসদ উদিত
রাজ বলেন, ‘‘দলিত শব্দটি তো প্রচলিত। উপদেশ হিসেবে ঠিক থাকলেও বাধ্যতামূলক করা উচিত
নয়।’’
তফসিলি জাতির অধিকার নিয়ে লড়াই করা সংগঠনগুলির দাবি, এর সঙ্গে লড়াই করে আদায়
করা পরিচিতি ও রাজনৈতিক তাৎপর্য জড়িত। সরকারের অবশ্য যুক্তি, বম্বে হাইকোর্টের নির্দেশের
ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারির প্রশ্ন, ‘‘অনেক রাজনৈতিক
দলের সঙ্গেই দলিত শব্দ রয়েছে। মানুষ কী শব্দ উচ্চারণ করবে, সেটাও মোদী সরকার ঠিক করে
দেবে?’’ কংগ্রেসের তফসিলি জাতির নেতা পি এল পুণিয়া অবশ্য সরকারের পক্ষে। তাঁর যুক্তি,
‘‘সংবিধানে কোথাও দলিত শব্দ নেই।’’
সৌজন্য
– আনন্দবাজার পত্রিকা, ৫ সেপ্টেম্বর, ২০১৮।
No comments:
Post a Comment