Monday, April 16, 2018

SC/ST হিংসা রোদ আইনে সংশোধন রুখতে অর্ডিন্যান্স আনার ভাবনা কেন্দ্র সরকারের।


দলিত বিক্ষোভে নাজেহাল প্রধানমন্ত্রী এ বার অর্ডিন্যান্সের পথে হাঁটার কথা ভাবছেন৷ দলিত হিংসা রোধ আইনে বদল আনার প্রতিবাদে ২ এপ্রিল দেশজুড়ে দলিত বিক্ষোভের যে ছবি দেখা গিয়েছে, তাতে রীতিমতো শঙ্কায় নরেন্দ্র মোদী৷ এ বছরই একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন, তা ছাড়া ২০১৯ এর লোকসভা ভোট তো আছেই৷ সব মিলিয়ে দলিতদের এখন শান্ত করতে তৎপর মোদী সরকার৷ তাই দলিত হিংসা রোধ আইন অপরিবর্তিত রাখতে কোর্টের পথ ছেড়ে অন্য পথে হাঁটার কথাই ভাবছেন তিনি৷
গত ২০ মার্চ, ২০১৮ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দলিত হিংসা রোধ আইনে তৎক্ষণাৎ গ্রেফতার বা অভিযোগ দায়ের করার উপর নিষেধাজ্ঞা জারি হয়৷ এই রায় দলিত হিংসা রোধ আইনকে লঘু করে দিচ্ছে বলে গর্জে ওঠে দলিত সংগঠনগুলি৷ ২ এপ্রিলের অশান্তির পর রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র, কিন্তু তাতে ইতিবাচক কোনও ইঙ্গিত মেলেনি৷ সেক্ষেত্রে সরকারের কাছে দুটি পথ - প্রথমত, অর্ডিন্যান্স জারি করা৷ দ্বিতীয়ত, জুলাইয়ের বাদল অধিবেশনে বিল এনে দলিত হিংসা রোধ আইন, ১৯৮৯ এ সংশোধন৷ এক আমলার কথায়, ‘অর্ডিন্যান্স আনলেও সেটিকে বিলে পরিবর্তিত করে সংসদে পাশ করাতে হবে৷ ফলে দুটি ক্ষেত্রেই একই নিয়ম অনুসরণ করতে হবে৷ তবে, অর্ডিন্যান্স জারি করলে তৎক্ষণাৎ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারি হলে আপাতত ক্ষোভ কমবে৷’ তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি৷ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জিতে আদালতের বক্তব্য কোন দিকে যায়, তার উপর নির্ভর করবে কেন্দ্রের পথ৷

No comments:

Post a Comment