দেশ জুড়ে দলিত বিক্ষোভের আঁচ খানিকটা হলেও
পড়তে শুরু করেছিল রাজ্যে৷ এ বার দাবি আদায়ে কলকাতায় একযোগে বড় আন্দোলনে নামতে চলেছে
দলিতদের সংগঠনগুলি৷ ‘সংবিধান বাঁচাও কমিটি’ নামে একটি মঞ্চ গড়ে আন্দোলনের প্রস্তুতি
শুরু হয়ে গিয়েছে৷ প্রথম দফার পঞ্চায়েত ভোটের ঠিক দু’দিন আগে, ২৮ এপ্রিল মহামিছিলে মধ্য
কলকাতার বড় অংশ অবরুদ্ধ হওয়ার আশঙ্কা৷ তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন-বিরোধী আইন ঘিরে
সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বিতর্ক বেধেছে দেশজুড়ে৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ,
বিহারের মতো রাজ্যগুলিতে দলিত বিক্ষোভে রক্তপাতও হয়েছে৷ এ রাজ্যে এখনও তেমন হিংসাত্মক
পরিস্থিতি তৈরি না হলেও দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরোধিতায় দিন কয়েক আগে দু’ঘণ্টার
রেল রোকোর ডাক দিয়েছিল সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ৷ এ বার তফসিলি জাতি, উপজাতি, দলিত এবং
সংখ্যালঘু সংগঠনগুলি যৌথ ভাবে মহামিছিলের ডাক দিয়েছে ২৮ এপ্রিল৷ মঞ্চের আহ্বায়ক তথা
আম্বেদকর মিশনের রাজ্য সম্পাদক সমীর দাশ জানান, ওই দিন শিয়ালদহ এবং হাওড়া থেকে দু’টি
মিছিল শুরু হয়ে পৌঁছবে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে৷ সেখানে সমাবেশ হবে৷ গবেষক
ফারুক আহমেদের বক্তব্য, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যই বলছে, দশ বছরে দলিতদের
উপরে নির্যাতনের ঘটনা বেড়েছে ৬৬ শতাংশ৷ প্রতি ১৫ মিনিটে দলিতদের বিরুদ্ধে একটি অপরাধের
ঘটনা ঘটছে৷ দিনে ৬ জন দলিত মহিলা ধর্ষিতা হন৷ সংখ্যালঘুদের বিরুদ্ধে বঞ্চনা, বৈষম্যের
ঘটনাও বাড়ছে৷ ১৮ এপ্রিলের বৈঠকে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হবে৷
সৌজন্য - এই সময়, ১০/০৪/২০১৮।
No comments:
Post a Comment