কোকরাঝাড়, আসাম, ২০/১২/২০১৭ : তফশিলি উপজাতি (Schedule Tribe) ভুক্তির দাবিতে আসমের তিন জায়গায় রেল অবরোধ করলেন
আদিবাসীরা। আদিবাসীদের অবরোধে আটকে পড়ে সরাইঘাট, কামরূপ,
রাজধানী-সহ প্রায় ষোলটি দূরপাল্লার ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত হয় উত্তরবঙ্গে।
চরম হয়রানির শিকার হন রেলযাত্রীরা। প্রায় সাড়ে সাতঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে
অবরোধ ওঠে।
তফশিলি উপজাতি ভুক্তি সহ
একাধিক দাবিতে সকাল ছটা থেকে আসামের কোকরাঝাড়ে রেল অবরোধ শুরু করে আসামের আদিবাসী
সংগঠন এএনসিসি (ANCC – Adivasi National
Convention Committee) । অবরোধের জেরে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। প্রায়
ষোলটি ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। কোকরাঝাড়, শরুপাথর,
মাছবাট ডিভিশনে আটকে পড়ে একাধিক ট্রেন।
সকাল সাতটা থেকে
কোকড়াঝাড়, মাজবত ও সৌরপাথর স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী
ন্যাশনাল লিবারেশন আর্মি (Adivasi National Liberation
Army), আদিবাসী পিপলস আর্মি (Adivasi Peoples Army), বিরসা কমান্ডো ফোর্স (Birsa Commando Force) সহ ৫-৬টি সংগঠন। ফলে
ব্যহত হয় উত্তর-পূর্ব সীমান্তের রেল পরিষেবা। কোচবিহার,
নিউ জলপাইগুড়ি, ধুপগুড়ি, রাঙাপানি,
চটেরহাট স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গান্ধিধাম এক্সপ্রেস,
নাহারলুগান এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস,
দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। সমস্যা তৈরি হয় আলিপুরদুয়ার ও রঙ্গিয়া ডিভিশনেও।
ট্রেন চলাচল ব্যাহত হয় লামডিং ও কাটিহার ডিভিশনেও। অবরোধে আটকে পড়ে
হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড়
কামরূপ এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ কোচবিহার উঃবঙ্গ এক্সপ্রেস,
শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি ও
ক্যাপিটাল এক্সপ্রেস ছাড়াও তিনটি রাজধানী এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় চরম বিপাকে পড়েন
যাত্রীরা। অবরোধ নিয়ে রেল কোনও তথ্য দেয়নি বলেও অভিযোগ যাত্রীদের।
সাত ঘণ্টা পর
প্রশাসনের আশ্বাসে অবরোধ তোলেন আদিবাসীরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।
রাজধানী, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস,
পদাতিকের মত ট্রেনগুলিকে আগে ছাড়া হয় । তবে এতক্ষণ আটকে থাকার ফলে বেশিরভাগ
ট্রেনেরই গন্তব্যে পৌঁছতে ৬-৭ ঘণ্টা দেরি হবে বলে রেল সূত্রে খবর। কোকরাঝাড় স্টেশনে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা
শুরু করেন রেলকর্তারা। দীর্ঘক্ষণ আলোচনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে
রেল পরিষেবা।
সৌজন্য – ই টিভি নিউজ,
ডেইলি হান্ট, ব্রেকিং বাংলা, নিউজ 18 বাংলা, ও ইউ টিউব।
No comments:
Post a Comment