বীরভূম জেলার শান্তিনিকেতন সারা বিশ্বে
বিখ্যাত। এখানেই গড়ে উঠেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষা
প্রতিষ্ঠান ‘বিশ্বভারতী’। আশ্রমিক এই শিক্ষা প্রতিষ্ঠানের সুবাদে শান্তিনিকেতন
সারা বিশ্বে অতি পরিচিত নাম। দেশ বিদেশের বিভিন্ন নামী দামী ব্যক্তিত্ব, সংস্থা
প্রতিনিয়ত শান্তিনিকেতনে আসেন আর তাই শান্তিনিকেতন এক উন্নত এলাকা। কিন্তু
প্রদীপের নিচে অন্ধকারের মতন শান্তিনিকেতন সংলগ্ন আদিবাসী গ্রামগুলি দীর্ঘদিন ধরে
অন্নুয়নের অন্ধকারে আচ্ছন্ন ছিল। কেও কোনদিন এই আদিবাসীদের কথা ভাবেনি, তাদের
উন্নয়নের জন্য উদ্যোগ নেয়নি। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠক করতে এলে হত দরিদ্র আদিবাসী গ্রামগুলিকে
দেখতে পান। এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষদের দুই
টাকা কেজি দরে চাল দেবার ঐতিহাসিক ঘোষণা করেন। সেইদিনেই মমতা বন্দ্যোপাধ্যায়
আদিবাসী গ্রামগুলির মানুষদের প্রতিশ্রুতি দেন যে আগামী দিনে তাদের পাকা বাড়ি তৈরি
করে দেবেন, এলাকায় রাস্তাঘাট নির্মাণ করবেন, অন্যান্য উন্নয়নের কাজ করবেন। সেইমত
স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে মর্যাদা দিয়ে প্রশাসন তিনটি আদিবাসী গ্রামের ১০০
জন পরিবারকে পাকা বাড়ি ও ৩০ টি পরিবারকে জমির পাট্টা তুলে দিয়েছে।
সৌজন্য – সংবাদ প্রতিদিন, ০৪/১২/২০১৭।
No comments:
Post a Comment