গত ২৬ শে মে ২০১২, প্রথম আদিবাসী মহিলা হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ
এভারেস্ট (৮৮৪৮ মিটার) এর চুড়ায় ভারতীয় পতাকা উড়িয়ে দিলেন ২৫ বছর বয়সী বিনীতা সরেন। সঙ্গে ছিলেন মেঘলাল মাহাত ও রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিং অবশ্য ২ ঘণ্টা আগে
এভারেস্ট এর চুড়োয় পৌঁছেছিলেন।
বিনীতা সরেন ও মেঘলাল মাহত ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা-খোরসোয়া জেলার রাজনগর
ব্লকের পাহাড়পুর গ্রামের বাসিন্দা। রাজেন্দ্র সিং বিখ্যাত মহিলা পর্বতারোহী
বছেন্দ্রি পাল সিং এর ভাই।
১২ ই জুন জামশেদপুর শহরে বিনীতা সরেন, মেঘলাল মাহাত ও রাজেন্দ্র সিং ট্রেনে
করে ফিরে এলে স্থানীয় মানুষ ও আদিবাসী সম্প্রদায় ধামসা মাদল বাজিয়ে তাদের উষ্ণ
অভ্যর্থনা জানান। জামশেদপুর স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক
ও তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী সুধীর মাহাত।
এই পর্বতারোহী অভিযানের সমস্ত খরচ Corporate
Responsibility Scheme অনুসারে টাটা স্টিল কোম্পানি বহন করেছে। এর
জন্য টাটা স্টিল কোম্পানি মোট ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল।
Thanks for the post, it was unknown to me.-Hari Shankar Barman
ReplyDeleteWelcome
DeleteNews pathale kothay pathabo. Janaben. Email ta deben.ba whatspp number deben. Majhe majhe uttarbango theke news pathano jabe.
DeleteNice
ReplyDeleteNice
ReplyDeletenice
ReplyDeleteThank
ReplyDeleteAtai amader gorvo
ReplyDelete