রাজনীতি রাজনীতির জায়গায়, সৌজন্য বোধ তার নিজের জায়গায়।
কিন্তু এই
কথাটাই বর্তমানে অনেক রাজনিতিক ভুলে গেছেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার
সুপ্রিমো দিশম গুরু শিবু সরেন কে পায়ে হাত দিয়ে প্রনাম করছেন রাজনৈতিক বিরোধী
বিজেপির রঘুবর দাস। রঘুবর দাস বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন।
No comments:
Post a Comment