Monday, December 4, 2017

সাঁতরাগাছিতে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতা।


আগামী ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সাঁতরাগাছি আদিবাসী কালচারাল ও রিক্রিয়েশন ক্লাব এর উদ্যোগে এক আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আদিবাসী নৃত্য প্রতিযোগিতাটি পরিচালনা করবেন সাঁতরাগাছি সাগেন সাকাম ডান্স গ্রুপ। নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবার প্রবেশ মুল্য ১০০০/- টাকা। নাম জমা দেবার শেষ তারিখ ২০/১২/২০১৭। যোগাযোগ করবেন - আরমান হাঁসদা (৮২৪০৩৬৪৮৮৩/৭৮৯০৭৬২০৭৪) ও জয়প্রকাশ মুরমু (৯৭৪৮৪৮৩৫০৪)।

No comments:

Post a Comment