Tuesday, December 5, 2017

আগামী ২০ শে ডিসেম্বর, ২০১৭ পুরুলিয়ায় বিশাল আদিবাসী সমাবেশ।

আদিবাসী সেঙ্গেল অভিযান (পুরুলিয়া জেলা কমিটি) এর উদ্যোগে পুরুলিয়ায় বিশাল আদিবাসী সমাবেশ। তারিখ - ২০/১২/২০১৭ (বুধবার), স্থান - কাঁটাডি হাট তলা ফুটবল ময়দান, আড়সা, পুরুলিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শালখান মুরমু (সভাপতি, ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান)। সেই সঙ্গে উপস্থিত থাকবেন অন্যান্য রাজ্য ও জেলার আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃবৃন্দ।  

No comments:

Post a Comment