Tuesday, December 5, 2017

১৫ দফা দাবীতে ইটাহার ব্লকে আদিবাসী সেঙ্গেল অভিযান (Adivasi Sengel Abhijan) এর ডেপুটেশন।



গত ০৪/১২/২০১৭ (সোমবার) আদিবাসী সমাজের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ইটাহার ব্লকে বিডিও এর কাছে ডেপুটেশন দিল সালখান মুরমুর হাতে গড়া সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান (ইটাহার ব্লক কমিটি)।
দাবীগুলি – 
  1. সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলিতে ICDS সেন্টারে সাঁওতালী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে,
  2. আদিবাসীদের জমি জমা আদিবাসী ছাড়া হস্তান্তর করা বন্ধ করতে হবে এবং অবৈধ ভাবে ভুমি দস্যুদের কবলে থাকা জমি উদ্ধার করে আদিবাসীদের হাতে ফেরত দিতে হবে,
  3. শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং পাশবিক অত্যাচারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,
  4. প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে,
  5. আদিবাসী গ্রামগুলিতে শৌচাগার নির্মাণ অসম্পূর্ণ রেখে কাজ বন্ধ করা হল কেন?
  6. শিক্ষিত যুবক যুবতীদের স্বনির্ভর করতে লোন প্রদান করতে হবে,
  7. আদিবাসী শংসাপত্র (Caste Certificate) পাবার ক্ষেত্রে আদিবাসীদের হায়রানি বন্ধ করতে হবে ও আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্যাম্প করে Caste Certificate প্রদান করতে হবে,
  8. ইটাহার ব্লকে ১৮% সাঁওতালী ভাষাভাষী মানুষ থাকতেও অফিসগুলিতে বাংলা বলতে বাধ্য করা হচ্ছে কেন?
  9. আদিবাসী গ্রামগুলিতে এখনো রাস্তা কাঁচা কেন?
  10. প্রতিটি গ্রামগুলিতে স্বাস্থ্যসম্মত পানীয় জলের ব্যবস্থা করতে হবে,
  11. শিশই গ্রামে লদ মুরমুর রায়ত জমিতে জোরপূর্বক নির্মাণ বন্ধ করতে হবে ও পুলিশকে বার বার জানানো সত্ত্বেও নির্মাণ বন্ধ হচ্ছে না কেন?
  12. বার্ধক্য ও বিধবা ভাতা থেকে বঞ্চিতদের প্রত্যেকে ভাতা প্রদান করতে হবে,
  13. আদিবাসীদের উপাসনাস্থল “জাহের থান ও মাঝি থান” সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও রেকর্ড করা হচ্ছে না কেন?
  14. সাঁওতালী ভাষার পৃথক বোর্ড ও সাঁওতালী ভাষার অলচিকি লিপিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উত্তরবঙ্গে পঠন পাঠন চালু করতে হবে,
  15. বিবিধ। 
ডেপুটেশন জমা দেবার পর আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃবৃন্দ জানান যে যদি তাদের দাবিদাওয়া না মানা হয় তাহলে আগামী দিনে তাঁরা বৃহত্তরও আন্দোলন গড়ে তুলবেন। 

No comments:

Post a Comment