Friday, December 22, 2017

লালগড়ে মাওবাদী জঙ্গিদের হানায় মৃত ও নিখোঁজদের পরিবারের মিছিল


ঝাড়গ্রাম।

মাওবাদী হানায় মৃত পরিবারের সদস্যদের চাকরি ও নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার এই দাবিতে লালগড় এলাকায় মিছিল করে ব্লক অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করেন মৃত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের লোকজন। এই অবস্থান বিক্ষোভে অধিকাংশই ছিলেন মহিলা। ইতিমধ্যেই তাঁরা শহিদ ও নিখোঁজ পরিবারের যৌথমঞ্চ গঠন করেছেন।
তাঁদের অভিযোগ, ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মাওবাদীদের হাতে নিহত প্রত্যেক পরিবারকে চাকরি দেওয়া হবে। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশ পরিবারই কিছু পায়নি। অথচ যেসব মাওবাদী খুন করল তারা এখন চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছে।
এদিন শহিদ ও নিখোঁজ পরিবারের যৌথমঞ্চের সদস্যরা লালগড় এলাকায় মিছিল করেন। মিছিলে প্রায় ৬০জন মহিলা প্ল্যাকার্ড হাতে ব্লক অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করেন। মঞ্চের অন্যতম সদস্য শুভঙ্কর মণ্ডল বলেন, লালগড় ব্লকেই ১২০জন মৃত অথবা নিখোঁজ ব্যক্তি রয়েছেন। তার মধ্যে মাত্র ১৫জনের পরিবার ক্ষতিপূরণ পেয়েছেন। মাওবাদীদের হাতে নিহত এক ব্যক্তির স্ত্রী অর্চনা প্রতিহার বলেন, সরকার থেকে সামান্য কিছু সাহায্য পেয়েছিলাম। কিন্তু, তাতে ছেলে-মেয়েদের মানুষ করব কীভাবে? লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগী বলেন, এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

সৌজন্য – বর্তমান পত্রিকা। 

No comments:

Post a Comment