Friday, December 22, 2017

তফসিলি জাতি উপদেষ্টা পরিষদ গঠনের পর এবার ওবিসি দের জন্যেও পরিষদ গড়বে পশ্চিমবঙ্গ সরকার।


এবার ওবিসি কাউন্সিল গঠন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ বৃহস্পতিবার (২১/১২/২০১৭) নবান্নে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে তাঁর নেতৃত্বে নবগঠিত তফসিলি জাতি উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বৈঠক ভালোভাবেই হয়েছে৷ এই ব্যাপারে নানা ইতিবাচক প্রস্তাবও এসেছে৷ তফসিলি জাতির মানুষদের জন্য ইতিমধ্যেই অনেক সুযোগ সুবিধা রয়েছে৷ সেগুলি তাঁদের জানাতেও হবে ! যেমন, অনেক সময় ব্যাঙ্কে গিয়েও ঋণ পান না ওঁরা৷ অথচ এ কাজের জন্যই রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন রয়েছে৷ সেখানে ঋণ মেলার সুবিধাও রয়েছে৷ এ উদ্দেশেই ওবিসি কাউন্সিল গড়ব আমরা৷নবান্ন সূত্রে খবর, এদিনের এই বৈঠকে তফসিলি জাতিভুক্ত মানুষদের জন্য নির্ধারিত বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা আদৌ কতটা কার্যকর হচ্ছে, তার বিস্তারিত খতিয়ান নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারণ, অনেক সময়ই অভিযোগ আসে, তফসিলি জাতির মানুষেরা সংশ্লিষ্ট শংসাপত্র পাচ্ছেন না, সরকারি দফতরে নথি জমা দিয়েও সাড়া পাচ্ছেন না প্রকল্পে কিংবা ঋণের সংস্থানও হচ্ছে না তাঁদের জন্য৷ এ সব সমস্যা সমাধানেই আরও তত্পর হওয়ার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বলা ভালো, দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গই তফসিলি জাতি উপদেষ্টা কাউন্সিল গঠন করতে চলেছে৷ ১৩ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নিরিখেও এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রশাসনিক মহলের খবর৷ কারণ, রাজ্যে দুকোটিরও বেশি মানুষ তফসিলি জাতিভুক্ত৷ রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ৷ ফলে, তাঁদের অভাব অভিযোগের দ্রুত সমাধানে রাজ্য সরকার জোরদার চেষ্টা চালাচ্ছে৷ পাশপাশি, ওবিসি কাউন্সিল গঠনেও নজর দিয়েছে সরকার৷ ছমাস পরে আবার তফসিলি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷
সৌজন্য - এই সময়, ২২/১২/২০১৭।

No comments:

Post a Comment