ঝাড়খণ্ডী
ঐক্য দৃঢ় হোক। আদিবাসী দের আর্থ সামাজিক উন্নয়ন এবং জল-জঙ্গল-জমিন রক্ষার
স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনে ঝাড়খণ্ড পার্টি (নরেন) ও
ঝাড়খণ্ড অনুশীলন পার্টির জোট প্রার্থী বীরবাহা হাঁসদা কে সমর্থন করল ঝাড়খণ্ড
মুক্তি মোর্চা । উপস্থিত ছিলেন জেএমএম (JMM) রাজ্য সভাপতি পরেশ
মারান্ডী, রাজ্য সম্পাদক বিটু মুর্মু, পুরুলিয়া
লোকসভা ঝামুমো প্রার্থী দিপেন্দু মাহাত এবং ঝাড়খণ্ড পার্টি (নরেন) সুপ্রিমো
চুনীবালা হাঁসদা, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়খণ্ড পার্টি
(নরেন) ও ঝাড়খণ্ড অনুশীলন পার্টির জোট প্রার্থী বীরবাহা হাঁসদা ।
Jai Jharkhand
ReplyDelete