পাকা রাস্তা
ও জমির পাট্টার দাবীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন কেশিয়ারির আদিবাসী গ্রাম।
মমতা
বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দাবিকে নস্যাৎ করে দিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কেশিয়ারির একাংশের বাসিন্দারা। গ্রামের আদিবাসী
সম্প্রদায়ের মানুষদের অভিযোগ একদিকে তাঁরা যেমন জমির পাট্টা পাননি, ঠিক
তেমনই এলাকায় পাকা রাস্তা নেই। ৯০ টি পরিবারের প্রায় ৩০০ ভোটার এই ভোট বয়কটে
সামিল হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে রাস্তার দাবি নিয়ে ভোট বয়কট করার ডাক
দিয়েছিলেন গোয়ালতোড় এলাকার একটি গ্রামের বাসিন্দারা। একই পথে হেঁটেছিলেন
বেলপাহাড়ির এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও। এবার একই পথে হাঁটল মেদিনীপুর
লোকসভা কেন্দ্রের কেশিয়াড়ির দক্ষিণডিহা গ্রামে ৯০ টি পরিবারের ৩০০ -র বেশি ভোটার।
তারাও ভোট বয়কট করছেন বলে জানিয়েছেন। সেই মতো গ্রামের মোড়ে মোড়ে ফ্লেক্স টাঙিয়ে
দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই ফ্লেক্স ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে। গ্রামে
দীর্ঘ দিন ধরে বসবাস আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের। তবে তাঁদের কোনও পাট্টা
নেই। গ্রামের রাস্তাও সংস্কার হয়নি বলে অভিযোগ করেছে ওইসব পরিবারগুলি। একাধিকবার
প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জমা দিয়েও কোনও লাভ হয়নি বলেও অভিযোগ করেছেন
তাঁরা। এমন কী ওই গ্রামে কোনও রাজনৈতিক দলকেও প্রচার করতে দেওয়া হবে না বলেও
হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেশিয়াড়ির বিডিও সৌগত রায় জানান, ভোটের
পর রাস্তা হয়ে যাবে। কিন্তু পাট্টা দেওয়ার বিষয়টি তিনি তাঁর উধর্বতন কর্তৃপক্ষকে
জানাবেন। ভোট বয়কটের ডাক দেওয়া, গোবর্ধন মান্ডি ও
সোমেন্দ্রনাথ মান্ডি জানিয়েছেন, তাদের দাবি না মিটলে ভোট
বয়কট করবেন। এছাড়াও আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সৌজন্য – oneindiabengali, ২৭/০৪/২০১৯।
No comments:
Post a Comment