Saturday, April 13, 2019

গুজরাট ও রাজস্থানের আদিবাসীদের আওয়াজ হয়ে উঠছে ভারতীয় ট্রাইবাল পার্টি


গুজরাট ও রাজস্থানের আদিবাসীদের আওয়াজ হয়ে উঠছে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের মাত্র ১ মাস আগে ছোটু ভাই ভাসাবা এর নেতৃত্বে গঠিত হয় ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)গঠনের এক মাসের মধ্যে অনুস্থিত গুজরাট বিধানসভা নির্বাচন ২০১৭ এ দুটি বিধানসভা আসনে জয়লাভ করে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)এর পর ২০১৮ সালে অনুস্থিত রাজস্থান বিধানসভা নির্বাচনে লড়াই করে ২ টি বিধানসভা আসনে জয়লাভ করে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)
এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাট রাজ্য থেকে ৭ টি লোকসভা আসনে লড়াই করছে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)রাজস্থান রাজ্য থেকে ৫ টি লোকসভা আসনে লড়াই করবে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)
এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ও উড়িষ্যা রাজ্যে লোকসভা নির্বাচনে লড়াই করবে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)
সারা দেশে প্রায় ২০ টি লোকসভা আসনে লড়াই করছে ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP)
ভারতীয় ট্রাইবাল পার্টি (Bharatiya Tribal Party - BTP) এর সকল লোকসভা প্রার্থীদের শুভেচ্ছা জানাই।

No comments:

Post a Comment