জঙ্গলমহলে
গিয়ে শাসক তৃণমূল কংগ্রেস দলের ‘আদিবাসী’ ক্ষত উস্কে
দেওয়ার চেষ্টা করলেন প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেত্রী নির্মলা সীতারমন। গত বুধবার
২৪/০৪/২০১৯ ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী কুনার হেমরমের সমর্থনে
গোপীবল্লভপুরে সভা করেন নির্মলা সীতারামন। আগামী ৫ মে
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে সভা করতে আসতে পারেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জঙ্গলমহলে পৌঁছে উন্নয়ন নিয়ে কটাক্ষ করলেন
নির্মলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর
আমলে জঙ্গলমহলের প্রচুর উন্নয়ন হয়েছে। যাঁরা যে উন্নয়ন দেখতে পান না তাঁদের
দৃষ্টিশক্তি নিয়েও মাঝেমাঝে ব্যঙ্গ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এ দিন যাত্রা
ময়দানের সভায় নির্মলা বললেন, ‘‘দিদি ঝাড়গ্রামের এসে বলুন আট
বছরে কী কাজ করেছেন। উন্নয়নের তালিকা দিন।’’ আদিবাসীরা এ
রাজ্যে কী অবস্থায় রয়েছেন তারও বর্ণনা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘‘এ রাজ্যে গরিব মানুষের অবস্থা খুব খারাপ। আদিবাসীরাও
খুব খারাপ অবস্থায় রয়েছেন। তাঁদের থাকার বাড়ি নেই। বিদ্যুৎ সংযোগ নেই। কাঠের
জ্বালানিতে তাঁদের রান্না করতে হয়।’’
মোদীর সুরে
আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে ‘উন্নয়ন বিরোধী’ বলে কটাক্ষ করেছেন নির্মলা। কুনারের সমর্থনে বলতে গিয়ে নির্মলা যেমন
রেলপথের প্রতিশ্রুতি দিয়েছেন তেমনি আদিবাসীদের মর্যাদা দেওয়ার কথাও বলেছেন
প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘স্বাধীনতা আন্দোলনে
আদিবাসীদের বিশেষ যোগদান রয়েছে যাদের অনেকের কথাই অজানা থেকে গিয়েছে। সেইসব
আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মারক নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত
আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের কথা মানুষকে জানাতে চান। তাঁদের পাদ প্রদীপের আলো
নিয়ে আসতে চান। তাঁদের শ্রদ্ধা জানাতে চাই আমরা। রাজনৈতিক মহলের একাংশের মতে,
নানা বিষয়কে কেন্দ্র করে আদিবাসীদের একাংশের মধ্যে যে ক্ষোভ তৈরি
হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই তার প্রমাণ মিলেছে। নির্মলা সে ক্ষোভকেই
কাজে লাগানোর চেষ্টা করেছেন।
যদিও কটাক্ষ
করতে ছাড়েনি তৃণমূল। নেত্রীর সুরেই ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান সুকুমার
হাঁসদা বলেন,
‘‘নির্মলা সীতারামন চোখে ঠুলি পরে আছেন, তাই
জঙ্গলমহলে উন্নয়ন দেখতে পাচ্ছেন না। মানুষকে বিভ্রান্ত করছেন।’’
গোপীবল্লভপুরে
আগে নির্মলার সভা ছিল খড়্গপুরের ধানসিংহ ময়দানে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এক সভা করেন নির্মলা সীতারামন।
সৌজন্য –
আনন্দবাজার পত্রিকা, ২৫/০৪/২০১৯।
No comments:
Post a Comment