Thursday, April 18, 2019

স্কুলের আধিকারিকদের লালসার শিকার হল দুই আদিবাসী নাবালিকা!


মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় স্কুলের আধিকারিকদের লালসার শিকার হল দুই আদিবাসী নাবালিকা! ধর্ষণ করে ফেলে রাখা হয় তাদের।

স্কুলের আধিকারিকদের লালসার শিকার হল দুই আদিবাসী নাবালিকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়। এখানে আদিবাসী ছেলেমেয়েদের জন্য একটি আবাসিক স্কুল রয়েছে। সেই আবাসিক স্কুলের মধ্যেই এই দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে খবর, ওই আবাসিক স্কুলের হোস্টেল সুপারিনটেনডেন্ট ছবন পচারি এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট নরেন্দ্র ভিরুতকর এই কুকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ। তারাই দু'‌জন আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এই কাজে সাহায্য করার অভিযোগে দুই মহিলা হোস্টেল ওয়ার্ডেন কল্পনা ঠাকরে এবং লতা কনকে-কে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রী দু'‌জন অজ্ঞান হয়ে যাওয়ায় এই খবর বেরিয়ে আসে। তাদের চন্দ্রপুরের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল পরীক্ষায় দেখা গিয়েছে তাদের ওপর যৌন নির্যাতন করা হয়েছে।
পুলিস সুপার মহেশ্বর রেড্ডি জানান, তল্লাশি করে হোস্টেল সুপারিনটেনডেন্ট ছবন পচারির অফিস-ঘর থেকে প্রচুর কন্ডোম এবং ভায়াগ্রা পিল পাওয়া গিয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত তাদের পুলিস হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার পর স্কুলের সরকারি স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে।
সৌজন্য - News18 Bangla, April 17, 2019।

No comments:

Post a Comment