Saturday, March 31, 2018

ভারতীয় সংবিধান প্রণেতা ডাঃ বাবা সাহেব অম্বেডকরের মূর্তির মুণ্ডচ্ছেদ ।


সংবিধান প্রণেতা, দলিত নেতা ভীমরাও রামজি অম্বেডকরের মূর্তি ভাঙচুর করে তাঁর মুণ্ডচ্ছেদ করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের ইলাহাবাদের ঝাঁসি এলাকার ত্রিবেণীপুরমে, অম্বেডকর পার্কে।
পুলিশ জানাচ্ছে, অম্বেডকর পার্কে যেখানে প্রয়াত দলিত নেতা অম্বেডকরের মূর্তি বসানো ছিল, স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে দেখেন, তার থেকে কয়েক ফুট দূরে পড়ে রয়েছে মূর্তির মুণ্ডটি। মূর্তির বেদিও ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে শুধু এই মাসেই উত্তরপ্রদেশে অম্বেকরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটল তৃতীয় বার। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। কিছু ক্ষণের মধ্যেই অম্বেডকর পার্কে পৌঁছে যান সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বসপা)-র নেতারা। তাঁরা পার্কে বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরাধীদের গ্রেফতারের দাবিতে। ফুলপুরের সাংসদ নগেন্দ্র সিংহ পটেলও পৌঁছে যান অম্বেডকর পার্কে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্স গঙ্গা) সুনীল কুমার সিংহ বলেছেন, ‘‘শুক্রবার রাতেই ওই ঘটনা ঘটেছে বলে অনুমান। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) এবং ৪২৭ নম্বর ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।’’
এই মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তোপ দাগতে শুরু করেছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে।
বসপা-র ইলাহাবাদ জোনের সভাপতি আর কে গৌতম বলেছেন, ‘‘এই পার্কে এই নিয়ে চার বার ভাঙচুর করা হল অম্বেডকরের মূর্তি। তাই আমরা অনেক দিন ধরেই পার্কে পুলিশ চৌকি বসানোর দাবি জানিয়ে আসছিলাম প্রশাসনের কাছে।’’
ও দিকে, ফুলপুরের সাংসদ নগেন্দ্র সিংহ পটেল বলেছেন, ‘‘অপরাধীদের শাস্তি দেওয়ার পাশাপাশি পার্কে অম্বেডকরের বড় মূর্তি বসানোরও দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।’’
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ৩১/০৩/২০১৮।

No comments:

Post a Comment